যাকাত তহবিল

তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন
(সুরা বাকারা – ২:১১০)

আপনার অনুদিত যাকাত মানুষের জীবন বদলে দিতে পারে, যাদের কোনও বাড়ি নেই তাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে, অনাহারে থাকা পরিবারগুলিকে খাওয়ানোর মত মহৎ কাজ করার শক্তি যাকাতে আছে ।

যাকাত বিশ্ব পরিবর্তন করতে পারে:
যাকাত হল একটি প্রতিশ্রুতি যা দ্বারা অসহায় ও অভাবীদের সহায়তা করে তাদের অবস্থা পরিবর্তন করার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। যাকাতের এই বিধান গরিবদের হক ও অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নাযিল করেছেন। প্রতিটি বিবেকবান, প্রাপ্তবয়স্ক মুসলমান যিনি নির্দিষ্ট পরিমাণে ধন-সম্পদের মালিক – যা ‘নিসাব’ নামে পরিচিত তাকে অবশ্যই তার সম্পদের ২.৫% যাকাত হিসাবে দিতে হবে। যাকাত প্রদান করার মাধ্যমে আপনি কেবল নিজের দায়বদ্ধতাই পূর্ণ করেন না বরং একটি মলিন মুখে হাসি তৈরি করেন এবং তাদের বেঁচে থাকার লড়াইয়ে অনুপ্রেরনা প্রদান করেন।
আসুন একসাথে হাসি ফোটাই:
যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
সুরা আত-তাওবা – ৯:৬০
মহান আল্লাহ পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে যাকাত কিভাবে বিতরণ করতে হবে তা উল্লেখ করেছেন। আল কুরআন ও হাদিসের গাইডলাইন অনুসারে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যারা হত দরিদ্র এবং অসহায় তাদের নিকট আপনাদের প্রদান করা যাকাত বিতরণ করে। বেশিরভাগ আলেমগণ ও ফকীহগন এই ব্যাপারে একমত যে যাকাত গ্রহণের জন্য দরিদ্র ও অভাবী লোকেরা সবচেয়ে বেশি উপযোগী। আমাদের প্রতিষ্ঠিত এইড চেইন, দক্ষ টীম, নিরলস প্রচেষ্টা এবং দীর্ঘ দিনের অভিজ্ঞতা আপনার যাকাতকে সবচেয়ে উপযুক্ত লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম এবং যারা যাকাত গ্রহন করছেন তাদের সুন্দর একটি ভবিষ্যত নিশ্চিত করতে নিরলস কাজ করি।

যাকাত প্রদানে যে খাত গুলোকে আমরা গুরত্ব দেই:

  • বিধবা ও দরিদ্র শিশুদের স্বাবলম্বী করা
  • অভাবীদের সহায়তা প্রদান
  • জরুরী চিকিৎসা সহায়তা সরবাহ
  • দক্ষ জনবল তৈরির প্রশিক্ষন প্রদান করে তাদের উপার্জনক্ষম করা

যাকাত গণনা
যাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা। নিজের আয় থেকে একটি নির্দিষ্ট অংশ কম সৌভাগ্যবান মানুষকে দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে সন্তুষ্ট করার পাশাপাশি দেশজুড়ে অসহায় ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে পারেন। যাকাত দিয়ে আপনি বাঁচাতে পারেন কারো জীবন, ফোটাতে পারেন তার প্রিয়জনের মুখে হাসি। হতে পারেন কারো বিপদের বন্ধু। ফিকহ অনুসারে নিসাব পরিমাপ করা হয়ে থাকে, এই পরিমাণ হচ্ছে ৭.৫ তোলা স্বর্ণ (৬১২.৩৬ গ্রাম) কিংবা ৫২.৫ তোলা (৮৭.৪৮ গ্রাম) রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ।